IDLC Finance Limited

১৯৮৫ সালে মাত্র ৫ জন কর্মী এবং শুধু লিজ ফাইন্যান্সের ব্যবসা নিয়ে ফিন্যান্স সংস্থা হিসেবে আইডিএলসি ফিন্যান্সের যাত্রা শুরু। আজ ৩৭ বছর পর দেশের বৃহত্তম মাল্টি-প্রোডাক্ট, মাল্টি-সেগমেন্ট নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইডিএলসি পরিচিত। করপোরেট লোন, এসএমই লোন, রিটেইল লোন এবং ডিপোজিট এই বিভাগগুলোতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে আইডিএলসি। গ্রাহকের সঙ্গে সম্পর্ক আর্থিক লেনদেনের চেয়ে অনেক বেশি। প্রতিটি লেনদেনের একটি উদ্দেশ্য থাকে এবং আইডিএলসির উদ্দেশ্য হলো হ্যাপিনেসের অর্থায়ন করা। সম্প্রতি আইডিএলসি ২০টি শহরজুড়ে , ১৫০০ অধিক কর্মী নিয়ে সেবা দিয়ে যাচ্ছে ৯০,০০০ এর বেশি কাস্টমারদের।

প্রোডাক্ট ক্যাটাগরি

ভিডিও

আমি জানতে চাই?

Bay’s Galleria (1st Floor), 57 Gulshan Avenue, Dhaka 1212
* ফ্ল্যাট, জমি বা বাণিজ্যিক ভবন কেনার ব্যাপারে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত