G-Gas LPG

জি-গ্যাস এলপিজি ভালো থাকুন, ভালো রাখুন। বদলেছে পৃথিবী, বদলাচ্ছে জ্বালানি বিশ্বের সাথে তাল মিলিয়ে বদলেছে বাংলাদেশ। বাড়ছে জ্বালানি চাহিদা। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম প্রতিষ্ঠান এনার্জিপ্যাক নিয়ে এলো জি-গ্যাস এলপিজি। ২০১৭ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে জি-গ্যাস। খুলনার দাকোপ উপজেলায় প্রায় ৩০ একর জায়গাজুড়ে স্থাপিত হয়েছে অত্যাধুনিক জি গ্যাস প্ল্যান্ট। যেখানে রয়েছে ৫০০০ মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন তিনটি স্ফেরিক্যাল স্টোরেজ প্ল্যান্ট/ গ্যাস স্টোরেজ ট্যাঙ্ক। গ্যাস পরিবহণকে সহজ ও নির্ঝঞ্জাট করতে জি গ্যাসের রয়েছে নিজস্ব ভেসেল। এছাড়া সম্প্রতি ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থাপন করা হয়েছে জি গ্যাসের স্যাটেলাইট প্ল্যান্ট- ১০১। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের অধিক চাহিদার কথা মাথায় রেখে জি-গ্যাসের সহজলভ্যতা নিশ্চিত ও দ্রুতগতিতে তাদের দোরগোড়ায় জি-গ্যাস পৌঁছে দিতে পূর্ণদ্যোমে চলছে এই স্যাটেলাইট প্ল্যান্টটির কার্যক্রম।

প্রোডাক্ট ক্যাটাগরি

ভিডিও ২০১৭ সালে খুলনার দাকোপ উপজেলায় প্রায় ৩০ একর জায়গাজুড়ে স্থাপিত হয়েছে অত্যাধুনিক জি গ্যাস প্ল্যান্ট। জি- গ্যাসের দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এ নতুন মাত্রা যোগ করতে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থাপন করা হয়েছে জি গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট- ১০১। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের অধিক চাহিদার কথা মাথায় রেখে জি গ্যাসের সহজলভ্যতা নিশ্চিত ও দ্রুতগতিতে গ্রাহকের দোরগোড়ায় জি গ্যাস পৌঁছে দিতে পূর্ণদ্যোমে চলছে এই স্যাটেলাইট প্ল্যান্টটির কার্যক্রম। একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জি গ্যাস মিশে আছে বাংলার গ্রাম ও শহরের হাজারো সফলতার গল্পে।

আমি জানতে চাই?

Energy point, 430/2, Tejgaon Industrial Area ,Dhaka- 1208, Bangladesh
* ফ্ল্যাট, জমি বা বাণিজ্যিক ভবন কেনার ব্যাপারে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত